ব্লগারে কিভাবে সোলায়মান লিপি (SolaimanLipi) বাংলা

 এক সময় ইন্টারনেটে মাত্র হাতে গুনা কয়েকটি বাংলাভাষায় ব্লগ ছিল। কিন্তু বর্তমান সময়ে দিন যত যাচ্ছে ইন্টারনেটে বাংলাভাষী ব্লগের সংখ্যাও প্রচুর পরিমাণে বাড়ছে। শুধু তাই নয়, ইন্টারনেটে এইসব ব্লগ খুব ভাল পারফর্ম ও করে চলেছে। এই সব বাংলাভাষী ব্লগে বাংলা লেখার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বাংলা ফন্ট থাকাটা খুবই জরুরী। তবে সমস্যা হচ্ছে অনেক নতুন ব্লগাররা জানেন না ব্লগে কিভাবে বাংলা ফন্ট যুক্ত করতে হয়।


EmoticonEmoticon